মিউজিক মার্কেটপ্লেস ব্যান্ডক্যাম্পকে অধিগ্রহণ করছে এপিক গেমস

৩ মার্চ, ২০২২ ০১:৪১  
নির্মাতাবান্ধব কোম্পানি অধিগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখছে এপিক গেম। এই ধারাবাহিকতায় ফোর্টনাইট ডেভেলপার কোম্পানিটি অনলাইন মিউজিক প্ল্যাটফর্ম ব্যান্ডক্যাম্পকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। খবর এনগ্যাজেট। নতুন অধিগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ ও উন্মুক্ত ক্রিয়েটর মার্কেটপ্লেস ইকোসিস্টেম তৈরি করতে পারবে এপিক। ব্যান্ডক্যাম্প স্বাধীনভাবে তাদের স্টোর ও কমিউনিটি পরিচালনা করতে পারবে। এছাড়া ব্যান্ডক্যাম্পের সহ-প্রতিষ্ঠাতা ইথান ডায়মন্ড প্রতিষ্ঠানটি পরিচালনায় নেতৃত্ব দেবেন। কী পরিমান অর্থের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে কিংবা কবে নাগাদ এই অধিগ্রহণ সম্পন্ন হতে পারে সে বিষয় কোনো তথ্য প্রকাশ করেনি উভয় প্রতিষ্ঠান। ব্যান্ডক্যাম্প বছরের পর বছর ধরে সামনে এগিয়ে গেছে এবং শিল্পীদের এখন পর্যন্ত এক বিলিয়নের অধিক ডলার পরিশোধ করেছে। আর্টস্টেশন, কিউবির মোশন এবং স্কেচফ্যাবের মতো ক্রিয়েটিভি সম্পর্কিত কোম্পানি অধিগ্রহণের পর ব্যান্ডক্যাম্প অধিগ্রহণের ঘোষণা এলো। তবে এপিকে ব্যান্ডক্যাম্প কীভাবে ভূমিকা রাখবে সেটি এখনও পরিস্কার নয়। ডিবিটেক/বিএমটি